
পাইকপাড়া মডেল হাই স্কুল, ডাকঘরঃ বনবাড়িয়া, উপজেলাঃ সিরাজগঞ্জ, জেলাঃ সিরাজগঞ্জ। বিদ্যালয়টির নাম করণ করা হয় পাইকপাড়া গ্রামের নামে। প্রতিষ্ঠাকাল ১৯৭২ইং সাল। প্রতিষ্ঠাতা জনাব মরহুম মুজিবুর রহমান সাহেব। সাবেক চেয়ারম্যান ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় সর্ব গ্রাসী যমুনার গর্ভে বিদ্যালয়টি বিলিন হবার পর অত্র ইউনিয়নের ৮নং ওয়ার্ড দিঘল কান্দি গ্রামে বৃহত্তর বনবাড়িয়ায় স্থানান্তরিত করা হয়। সিরাজগঞ্জ থেকে কড্ডার মোড় এর মাঝামাঝি রাস্তার ধারে বিদ্যালয়টির বর্তমান অবস্থান। বিশাল মাঠ দৃষ্টি নন্দন সবুজের সমাহার, নিরিবিলি মনোরম পরিবেশ সবার দৃষ্টি আকর্ষন করবে ইনশাহ আল্লাহ।