Home / Head Teacher's Message

মোঃ ছাইদুল ইসলাম

প্রধান শিক্ষক

প্রিয় পাইকপাড়া মডেল হাই স্কুলে আমি ১০ মে ২০১১ খ্রি: তারিখে যোগদান করি। ১৯ আগস্ট ২০২৩ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইট তৈরী/হালনাগাদকরণ সংক্রান্ত চিঠির আলোকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সভাপতি মহোদয় এর আন্তরিকতায় এবং সার্বিক সহযোগিতায় স্কুলের নামে ওয়েবসাইট খোলার উদ্যোগ গ্রহণ করা হয়। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতাকে বিকশিত করার লক্ষ্যে বর্তমান সময়ে ওয়েবসাইট একটি স্কুলের জন্য মাইল ফলক। এ ওয়েবসাইট খোলার মাধ্যমে পাইকপাড়া মডেল হাই স্কুল সারা দেশে একটি নতুনভাবে পরিচিতির সুযোগ পাবে একইসাথে শিক্ষার্থী ও অভিভাবক সকলে এর মাধ্যমে উপকৃত হবে বলে আমি আশা করি। এ মহতী উদ্যোগে যাঁরা সার্বিক সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।